জয়সোয়ালের কীর্তি

বিজয় হাজারে ট্রফিতে গতকাল ঝাড়খণ্ডের বিপক্ষে ২০৩ রানের ইনিংস খেলেন ১৭ বছর বয়সী ইয়াশাসভি জয়সোয়াল লিস্ট- ক্রিকেটে তিনিই সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান ১৫৪ বলে ২০৩ রান করেন জয়সোয়াল এটা লিস্ট- ক্রিকেটে ৩১তম ডাবল সেঞ্চুরি ১৭টি চার ১২টি ছক্কায় তিনি সাজিয়েছেন টর্নেডো ইনিংস তার মানে, বাউন্ডারিতেই এসেছে ১৪০ রান জয়সোয়ালের দিন ৩৫৮ রানের সৌধ গড়ে ঝাড়খণ্ডকে ৩৯ রানে হারায় মুম্বাই

বিজয় হাজারে ট্রফিতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল পেলেন জয়সোয়াল তার আগে সাঞ্জু স্যামসন কর্ণ বীর কৌশল ডাবল করেন

লিস্ট- ক্রিকেটে ভারতীয়দের নয়টি ডাবল সেঞ্চুরির মধ্যে পাঁচটিই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে: রোহিত শর্মা তিনটি এবং শচীন টেন্ডুলকার বিরেন্দর শেবাগ একটি করে ডাবল পান এসবের বাইরে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে ২৪৮ রান করেছিলেন শিখর ধাওয়ান ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন