মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত থামবেন না এরদোগান

বণিক বার্তা ডেস্ক

 সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একটি নিরাপদ অঞ্চল (সেফ জোন) তৈরির যে মিশনে তিনি নেমেছেন, তা পূরণ না হওয়া পর্যন্ত থামবেন না খবর বিবিসি

এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তবে আমরা কখনই যুদ্ধবিরতি ঘোষণা করব না তিনি বলেন, অভিযান বন্ধের জন্য আমাদের ওপর চাপ দিচ্ছে তারা নিষেধাজ্ঞারও ঘোষণা দিয়েছে কিন্তু আমাদের লক্ষ্য স্পষ্ট কোনো নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন নই

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর তুরস্ক সফরের আগে এমন মন্তব্য করলেন এরদোগান আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় পেন্স পম্পেওর সঙ্গে এরদোগানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু এরদোগান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে যাবেন তিনি তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মাইক পেন্স পররাষ্ট্রমন্ত্রী শুধু তাদের সমমর্যাদার ব্যক্তির সঙ্গে কথা বলবেন, সরাসরি তার সঙ্গে নয়

এরদোগান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলে আমি তার সঙ্গে কথা বলব 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী স্থানগুলো থেকে কুর্দি যোদ্ধাদের হটাতে সেখানে পরিকল্পিত এক অভিযান শুরু করেছে তুরস্ক কুর্দিদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ওই অঞ্চল থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেয়ার পরই অভিযানে নামে তুরস্কের সামরিক বাহিনী তুরস্কের অভিযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছে মার্কিন কংগ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন