ইরানের চাল উৎপাদন ২৬ লাখ টন ছাড়াতে পারে

বণিক বার্তা ডেস্ক

আমদানি কমিয়ে চালে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে ইরান। লক্ষ্যে দেশটি কৃষিপণ্যটির আবাদ বাড়িয়েছে। এতে সাফল্যও এসেছে। চলতি ইরানিয়ান বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) দেশটির চাল উৎপাদন ২৬ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন খাতসংশ্লিষ্টরা। ইরান রাইস অ্যাসোসিয়েশনের (আইআরএনএ) পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। খবর তেহরান নিউজ।

আইআরএনএর তথ্য অনুযায়ী, আগের ইরানিয়ান বছরে দেশটি ২২-২৩ লাখ টন চাল উৎপাদন করেছিল। সে হিসাবে চলতি বছর পণ্যটির উৎপাদন বাড়তে পারে চার-পাঁচ লাখ টন। দেশটিতে পণ্যটির বার্ষিক চাহিদা রয়েছে ৩০ লাখ টনের কাছাকাছি। অর্থাৎ বছর মাত্র চার লাখ টনের মতো চাল আমদানির প্রয়োজন পড়বে দেশটির।

প্রতিষ্ঠানটির সেক্রেটারি জামিল আলিজাদেহ শায়েক বলেন, এবার ইরানে লাখ ২০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। বাড়তি উৎপাদন দেশটির চাল আমদানি কমিয়ে স্বনির্ভরতা বাড়াচ্ছে।

তবে দেশটির শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, এরই মধ্যে দেশটি সাত লাখ টন চাল আমদানি করেছে। অর্থাৎ বছর ইরানের বাজারে পণ্যটির সরবরাহ সংকটের সম্ভাবনা নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন