ভারতের কফি রফতানি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শুরু থেকে অক্টোবর অবধি ভারত থেকে মোট ২৯ লাখ টন কফি রফতানি হয়েছে। আগের বছরের একই সময়ে পানীয় পণ্যটি রফতানির পরিমাণ ছিল ২৮ লাখ ৯০ হাজার টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে কফি রফতানি বেড়েছে ১০ লাখ টন। খবর কমোডিটি অনলাইন।

দেশটির কফি বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩৫ লাখ টন কফি রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় লাখ ৮০ হাজার টন কম। ওই সময়ে ৩৭ লাখ ৮০ হাজার টন কফি রফতানি করে দেশটি রেকর্ড করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন