অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার

ভারতে অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে কিশোরের মামলা

পণ্য সরবরাহে অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের দায়ে অ্যামাজন ফ্লিপকার্টের বিরুদ্ধে মামলা করেছে ভারতের ১৬ বছর বয়সী এক স্কুল বালক। দিল্লির মডার্ন স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য দেবু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে (এনজিটি) কোম্পানি দুটির বিরুদ্ধে করা অভিযোগে বলেন, অ্যামাজন ওয়ালমার্ট মালিকানাধীন ফ্লিপকার্ট পণ্য সরবরাহে অতিরিক্ত কার্ডবোর্ড বক্স, কয়েক স্তরবিশিষ্ট প্লাস্টিকের শিট মোড়কে অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার করে।

দুবে বলেন, এসব কোম্পানি নিজেদের পণ্য সরবরাহে অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার থেকে যেন বিরত থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে গত সপ্তাহে এনজিটিতে আমি মামলাটি দায়ের করি। তিনি আরো বলেন, ভারতজুড়ে এসব কোম্পানি তাদের কার্যক্রম চালালেও তারা অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের দায়দায়িত্ব নিতে চাচ্ছে না।

            সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন