সিরিয়ায় আগ্রাসন

তুরস্কে ১৪০ কোটি ডলার বিনিয়োগ স্থগিত ফক্সওয়াগনের

তুরস্কে পরিকল্পিত ১৪০ কোটি ডলারের বিনিয়োগ স্থগিত করেছে ফক্সওয়াগন। সিরিয়ায় তুরস্কের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিটি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ১২২টি উৎপাদন কারখানা রয়েছে শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটির, যা তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ম্যানিসা প্রদেশে একটি কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছিল।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্তটি স্থগিত করেছে ফক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং বিদ্যমান অবস্থা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

১৪০ কোটি ডলারের কারখানাটিতে ফক্সওয়াগনের প্যাসাট এসকোদা সুপার্ব গাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল। তুরস্কে অনেক আগেই ফক্সওয়াগনের একটি কারখানা রয়েছে, যা বাণিজ্যিক গাড়ি নির্মাণ করে আসছে।

            সূত্র: সিএনএন বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন