পাকিস্তান সফরে ডায়নার প্রতিচ্ছবি কেট মিডলটন

বণিক বার্তা অনলাইন

রাজপরিবারের বড় কোনো অনুষ্ঠানে উপস্থিতি হোক বা বিদেশ সফর, বরাবরই ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের পোশাক-আশাক যেন নতুন আলোচনার সূত্রপাত ঘটায়। ‘সাধারণে সুন্দর’ বলতে যার মুখটি ভেসে ওঠে চোখের সামনে সে যেন ডাচেস অব ক্যামব্রিজ ছাড়া আর কেউই নন। অনেকেরই ধারণা, মিডলটন বোধহয় শাশুড়ি প্রিন্সেস ডায়নার পোশাক-আশাককেই নতুন আঙ্গিকে উপস্থাপন করতে ভালোবাসেন। এর কারণ হচ্ছে- মিডলটনের পরিধেয় পোশাকের সঙ্গে প্রিন্সেস ডায়নার ব্যবহৃত পোশাকগুলোর মধ্যকার মিল।

গত ১৪ অক্টোবর, সোমবার সন্ধ্যায় পাঁচ দিনের সফরে পাকিস্তানে গেছেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটিতে অবতরণের পর রাজকীয় ভঙ্গিতে পা ফেলে বিমানের সিঁড়ি বেয়ে নেমে আসেন রাজবধূ মিডলটন। তার পরনে ছিল হাঁটু থেকে নেমে যাওয়া অ্যাকুয়া ব্লু রঙের ফুলহাতার লম্বা জামা আর ম্যাচিং প্যান্ট। এককথায় স্নিগ্ধতা ছড়াচ্ছিলেন তিনি।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন