ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

 চট্টগ্রাম, বরিশাল, ফেনী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে গতকাল গত সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম: আনোয়ারায় ওভারটেক করতে গিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটা এলাকায় পিএবি সড়কে দুর্ঘটনা ঘটে সময় আহত হন আরো পাঁচজন নিহতদের মধ্যে বোয়ালখালীর সুভাষ কান্তি নাথ (৩৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি বাঁশখালী থেকে চট্টগ্রাম যাচ্ছিল সময় অটোরিকশা দুটি পরস্পরকে ওভারটেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে

এদিকে মিরসরাইয়ে ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মাওলানা আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল সকালে দুর্ঘটনা ঘটে মাওলানা আবুল হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাজগাঁও গ্রামের মৃত রফিকুজ্জামানের ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল হোসেন মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান

ওয়াহেদপুর ইউপির চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ খবরের সত্যতা নিশ্চিত করেছেন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকাসংলগ্ন বৈদ্যপাড়া সড়কের মুখে দুর্ঘটনা ঘটে সময় আহত হন আরো ছয়জন

নিহতরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৬০) দেউলাকাঠির রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)

বরিশাল কোতোয়ালি থানার এসআই শাহজালাল জানান, বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যাচ্ছিল পথিমধ্যে একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে আটজন আহত হন হাসপাতালে নেয়ার পর এদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন

ফেনী: তেমুহনী এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গত সোমবার রাতে দুর্ঘটনা ঘটে সময় আহত হন আরো তিনজন নিহত মোশারফ হোসেনের বাড়ি দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামে

স্থানীয়রা জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি মহিপাল থেকে দাগনভূঞার দিকে যাচ্ছিল পথিমধ্যে তেমুহনীতে নোয়াখালী থেকে ফেনীগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোশারফ হোসেন মারা যান

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

নারায়ণগঞ্জ: সোনারগাঁয় কাভার্ড ভ্যানচাপায় নুরু মিয়া নামে (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে নুরু মিয়া ললাটি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে

স্থানীয়রা জানায়, নুরু মিয়া বেলা ১১টার দিকে অটোরিকশাযোগে নয়াপুর বাজারে যাচ্ছিলেন পথিমধ্যে অটোরিকশাটিতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান সময় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

টাঙ্গাইল: বাসাইল উপজেলার হান্দুলিপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল সকালে দুর্ঘটনা ঘটে সময় আহত হন আরো পাঁচজন রফিকুল বেড়বাড়ী এলাকার হারুন-অর-রশিদের ছেলে

বাসাইল থানার এসআই বেল্লাল হোসেন জানান, অটোরিকশাটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন