ময়মনসিংহে আজ চালু হচ্ছে বানার সেতু

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

 ময়মনসিংহের গফরগাঁওয়ে বানার নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন হচ্ছে আজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করবেন এজন্য এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা সড়ক জনপথ (সওজ) অধিদপ্তর

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে রাজধানীতে যাতায়াতের একটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহূত হয় ময়মনসিংহ-গফরগাঁও-টোক-কাপাসিয়া-গাজীপুর সড়ক ময়মনসিংহের গফরগাঁও, কিশোরগঞ্জের হোসেনপুর গাজীপুরের কাপাসিয়াসহ আশপাশের এলাকায় পণ্য পরিবহন যাতায়াতে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৩১ মার্চ গফরগাঁওয়ে এক জনসভায় বানার নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই অংশ হিসেবে ২০১৮ সালের নভেম্বর ময়মনসিংহ সফরকালে তিনি গফগাঁওয়ে বানার নদীর ওপর একটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-গফরগাঁও-টোক-কাপাসিয়া-গাজীপুর সড়কের ৭২তম কিলোমিটারে গফরগাঁওয়ের ডাকবাংলো ঘাটে বানার নদীর ওপর ২৮২ দশমিক ৫৫৮ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয় ৩৮ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালের জুনে সেতুটির নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় চলতি বছরের মে মাসে সেতু চালুর ফলে আর ফেরি দিয়ে বানার নদী পার হতে হবে না এতে যাতায়াতের ভোগান্তি সময় কমে আসবে

সূত্র জানায়, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এজন্য তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হবেন উদ্বোধনের কার্যক্রম তদারকিতে গতকাল দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান নবনির্মিত সেতুটি সরজমিনে পরিদর্শন করেন সময় গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবুল মুনসুরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন

সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান জানান, সেতুটি আশপাশের এলাকায় যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে এসব এলাকায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে সেতু উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে

ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের নেতা . মো. সিরাজুল ইসলাম বলেন, অঞ্চলের কৃষিপণ্য মত্স্য সম্পদ রাজধানীসহ বিভিন্ন স্থানে সহজ পরিবহনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেতুটির দ্বারা সবাই উপকৃত হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন