রাইট শেয়ারের প্রিমিয়াম কমাল ন্যাশনাল পলিমার

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত রাইট শেয়ারের প্রিমিয়াম কমিয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ টাকা প্রিমিয়ামের সুপারিশ করলেও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা ৫ টাকা প্রিমিয়াম নির্ধারণের অনুমোদন দিয়েছেন।

গত ২৯ আগস্ট অনুষ্ঠিত পর্ষদ সভায় ২০ টাকা দরে ১আর: ১ অনুপাতে (বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যুর সুপারিশ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের পাশাপাশি প্রিমিয়াম ধরা হয় ১০ টাকা। তবে গতকাল অনুষ্ঠিত ন্যাশনাল পলিমারের ইজিএমে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকার পরিবর্তে ৫ টাকা প্রিমিয়াম ধরে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেন। এ হিসাবে প্রতিটি রাইট শেয়ারের দাম হবে ১৫ টাকা।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল পলিমার। এ বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে যোগ হওয়ার পরই রাইট শেয়ার ইস্যু করা হবে। তবে এর আগে কোম্পানিটিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।

মূলত পরিশোধিত মূলধন বাড়াতেই এ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পলিমার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন