স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানার লে-অফ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

পুরনো গ্লস্ট কিনের সংস্কারকাজ প্রায় শেষ হয়ে যাওয়ায় কারখানার লে-অফ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সোমবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানিয়েছে কোম্পানিটি। এ সিদ্ধান্ত ১৪ অক্টোবর থেকে কার্যকর ধরা হবে।

গত ৭ আগস্ট স্ট্যান্ডার্ড সিরামিক স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা দেয়, পুরনো একটি গ্লস্ট কিন (চুল্লি) সংস্কারের কারণে তাদের কারখানা আংশিক বন্ধ থাকবে। গত ১৪ আগস্ট থেকে কোম্পানিটির কারখানার বড় একটি অংশ বন্ধ রাখা হয়। চলতি মাসের শেষের দিকেই কারখানাটির এ অংশ পুনরায় চালু হওয়ার কথা জানিয়েছিল কোম্পানিটি।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সে বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। হিসাব বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৯৬ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন