খুলনা বিভাগে ৫ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 উন্নত দেশ হওয়ার লক্ষ্য সামনে রেখে চলতি বছরের প্রথমার্ধে খুলনা বিভাগে হাজার কোটি টাকার ঋণ এসএমই খাতে বিতরণ করা হয়েছে গতকাল একটি অভিজাত হোটেলে ওয়ান ব্যাংক লিমিটেড আয়োজিত নারী উদ্যোক্তা-ব্যাংকার মতবিনিময় সভায় তথ্য জানানো হয়

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া এজন্য নারীদের বাদ রেখে এগোলে হবে না উন্নত সমৃদ্ধিশালী দেশ হতে হলে নারী উদ্যোক্তাদের সঙ্গে নিতে হবে সেই লক্ষ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে খুলনা বিভাগে হাজার ১৫৩ কোটি টাকার ঋণ এসএমই খাতে বিতরণ করা হয়েছে, যার ৫০ শতাংশ পেয়েছেন যশোরের উদ্যোক্তারা

মতবিনিময় সভায় নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া লতিফা রুপা জানান, ঋণ পাওয়ার জন্য কর্মজীবী স্বামীর জামিনদার হিসেবে স্বাক্ষর লাগে যেটা বেশির ভাগ নারী নিতে পারেন না আবার ঋণ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিস্তি দেয়ার সময় চলে আসে নারীদের ঋণ দিয়ে কমপক্ষে তিন মাস পরে কিস্তি চালু করতে হবে, তাহলে নারী উদ্যোক্তা বৃদ্ধি পাবে

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান আবু সাঈদ মো. আবদুল মান্নাফ এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম রবিউল হাসান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন খান, উপমহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খান, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান ওয়ান ব্যাংকের এসএমই প্রধান মো. কামরুল আহসান সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপপরিচালক মাছুম বিল্লাহ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন