শেষ প্রান্তিকে কমছে জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানে অপরিশোধিত ইস্পাত উত্তোলন কমতে পারে। বাণিজ্য অনিশ্চয়তা এবং চীনসহ এশিয়ার বাজারে রফতানি কমে আসায় দেশটি ধাতুটির উত্তোলন কমাবে। দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) পক্ষ থেকে জানানো হয়, এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ধাতুটির উত্তোলন দশমিক ১ শতাংশ কমতে পারে।

এমইটিআইয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশটি সব মিলিয়ে ২ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উত্তোলন করতে পারে। আগের বছরের একই সময়ে উত্তোলনের পরিমাণ ছিল ২ কোটি ৫৭ লাখ টন। তবে চলতি প্রান্তিকে ধাতুটির উত্তোলন আগের প্রান্তিকের তুলনায় দশমিক ৮ শতাংশ বাড়তে পারে।

টোকিওভিত্তিক ইস্পাত কোম্পানি নিপ্পন স্টিলের কার্যনির্বাহী সহসভাপতি শিনিচি নাকামুরা বলেন, রাশিয়া ও ভারত থেকে এশিয়ার বিভিন্ন দেশে তুলনামূলক সস্তা ইস্পাত পণ্য রফতানি হচ্ছে। এর প্রভাবে এ অঞ্চলে ধাতুটির বাজারে বাড়তি চাপ পড়ছে। এতে জাপান থেকে অপরিশোধিত ইস্পাত ও ইস্পাতজাতীয় পণ্য রফতানি কমে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন