ব্রাজিলের সয়াবিন রফতানি কমেছে ১২%

বণিক বার্তা ডেস্ক

বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্রাজিল সব মিলিয়ে ৬ কোটি সাড়ে ৭ লাখ টন সয়াবিন রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কম। দেশটির বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

এর মধ্যে সেপ্টেম্বরে রফতানি হয়েছে ৪৪ লাখ ৪০ হাজার টন, যা আগের মাসের তুলনায় সাড়ে ১৬ শতাংশ কম এবং আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম।

বছরের শুরু থেকে ব্রাজিলের সয়াবিনের শীর্ষ গন্তব্য ছিল চীন। ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ। অন্যদিকে চীন শীর্ষ আমদানিকারক। এ সময়ে বৈশ্বিক সয়াবিন বাণিজ্যের ৬০ শতাংশই সংঘটিত হয়েছে এ দুই দেশের মধ্যে। এমনকি এ সময়ে ব্রাজিলে উৎপাদিত মোট সয়াবিনের ৭৬ শতাংশ কিনেছেন বেইজিংয়ের আমদানিকারকরা। চীন ছাড়াও স্পেন, তুরস্ক, থাইল্যান্ড, ইরান ও নেদারল্যান্ডস ছিল পণ্যটির অন্যতম শীর্ষ রফতানি গন্তব্য।

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ ব্রাজিলের সয়াবিন রফতানিতে সুফল বয়ে এনেছে। তবে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও মজুদ কমানোর প্রবণতায় বছরের শেষ প্রান্তিকে দেশটি থেকে পণ্যটির রফতানি শ্লথ হয়ে আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন