৬ হাজার কোটি ডলারের গ্যাস গ্রিড টার্মিনাল করবে ভারত

বণিক বার্তা ডেস্ক

২০২৪ সাল নাগাদ একটি ন্যাশনাল গ্যাস গ্রিড ও ইমপোর্ট টার্মিনাল স্থাপনে ৬ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ভারত। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে তেল ও কয়লার ওপর নির্ভরশীলতা কমাতে এ পদক্ষেপ নিচ্ছে ভারত। রোববার দেশটির তেলমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

গ্যাসের ব্যবহার বাড়াতে রীতিমতো লড়াই করতে হচ্ছে ভারতের, যা কয়লা ও তেলের চেয়ে কম গ্রিনহাউজ গ্যাস নির্গমন করে। অনেক শিল্প ও শহর গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত না থাকার কারণে গ্যাস ব্যবহার বাড়ানো যাচ্ছে না।

২০১০ সালে গ্যাস ব্যবহার বেড়েছিল ১১ শতাংশ কিন্তু ২০১৮-১৯ অর্থবছরে ব্যবহার প্রবৃদ্ধি ২ দশমিক ৫০ শতাংশে নেমে এসেছে।

কেরাউইক আয়োজিত ইন্ডিয়া এনার্জি ফোরামে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের জানান, ২০২৪ সালের মাঝামাঝিতে নতুন গ্যাস ইমপোর্ট ফ্যাসিলিটি তৈরি ও নেটওয়ার্ক স্থাপনে ৬ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে কোম্পানিগুলো।

২০৩০ সাল নাগাদ ভারতে যেন ১৫ শতাংশ গ্যাস ব্যবহার নিশ্চিত হয়, সে পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

            সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন