বাংলাদেশ-ভারত মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

 দুরন্ত ভারতের সামনে উজ্জীবিত বাংলাদেশ দুই প্রতিবেশীর লড়াইয়ে স্বাগতিকদেরই এগিয়ে রাখছেন জেমি ডে বাংলাদেশ দলের ইংলিশ কোচ অবশ্য কঠিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বললেন

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের ম্যাচটি কিক-অফের আগে দুই দলের অনুপ্রেরণার নাম কাতার ভারত দোহায় গিয়ে কাতারকে রুখে দিয়েছে সর্বশেষ ম্যাচেও বাংলাদেশ কাতারের বিপক্ষে দুরন্ত ফুটবল উপহার দেয় সে ম্যাচের নৈপুণ্যটা আজ যুবভারতীর ৫০ হাজার দর্শকের সামনে মেলে ধরতে চান বাংলাদেশ দলের ইংলিশ কোচ বলেছেন, আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত এখানে প্রচুর দর্শক হবে, যা ছেলেদের সামনে দারুণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দেবে আশা করছি, সর্বশেষ ম্যাচটা যেভাবে খেলেছি, এখানেও সেভাবে খেলতে পারব

প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে দারুণ লড়াই করে - গোলে হেরেছে ভারত পরের ম্যাচে কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করে ইগর স্তিমাচের দল অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের কাছে - গোলে হারা বাংলাদেশ পরের ম্যাচে ঘরের মাঠে কাতারের কাছে হারে - গোলে গ্রুপের তলানিতে থাকা বাংলাদেশের চেয়ে পয়েন্ট এগিয়ে ভারত

মহারণের আগে ভারতের মাটিতে ম্যাচ বলে স্বাগতিকদের এগিয়ে রাখছেন বাংলাদেশ কোচ, ম্যাচটা যদি দেশের মাটিতে খেলতাম, অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে যেতাম কিন্তু ঘরের মাঠে খেলতে যাওয়া ভারত ম্যাচ জিততে চাইবে যোগ করেন, রক্ষণে আমাদের সংগঠিত থাকতে হবে বিপুল সমর্থকদের সামনে শুরুতেই গোল হজম করা যাবে না বাংলাদেশ কোচের মতে ম্যাচে কেবল ভারত নয়, প্রতিপক্ষ হিসেবে থাকবে এখানকার বিপুলসংখ্যক দর্শকও অবস্থায় শিষ্যদের বুক চিতিয়ে দাঁড়াতে বললেন জেমি, ৬০ হাজার দর্শকের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য দাঁড়াতে হবে ছেলেদের তাদের আত্মবিশ্বাসী হতে হবে ম্যাচটা উপভোগ করতে হবে

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার মতে, দুই দলই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে, আমি মনে করি, দুই দলের খেলোয়াড়রাই জয়ের জন্য উদগ্রীব হয়ে নামবে কারণ ফুটবলে দুই দেশের লম্বা ইতিহাস রয়েছে ম্যাচের জন্য দলের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্যক্তিগতভাবে আমি গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শক প্রত্যাশা করে ম্যাচের দিকে তাকিয়ে আছি

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন