মূল পর্বে পোল্যান্ড-রাশিয়া

১০ জনের জার্মানিও অদম্য

ম্যাচের ১৪ মিনিটের মাথায় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জার্মানির জুভেন্টাস মিডফিল্ডার এমরে চান এরপর বাকি সময় জার্মানিকে খেলতে হয় ১০ জন নিয়েই কিন্তু ১০ জনের জার্মানির সামনেও দাঁড়াতে পারেনি এস্তোনিয়া দ্বিতীয়ার্ধে তিন গোল করে গ্রুপ সি থেকে এখন ইউরোর ২০২০ সালের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেল চারবারের বিশ্বকাপ জয়ীরা ম্যাচের পুরো সময় এদিন প্রতিপক্ষের ওপর আক্রমণের ঝড় তোলে ইয়াকিম লুভের দল যেখানে তিন গোলের দুটিই আসে আবার ম্যানচেস্টার সিটির তারকা খেলোয়াড় ইকাই গুন্দোয়ানের কাছ থেকে এর আগে গত জুনে মেইঞ্জে একই প্রতিপক্ষের বিপক্ষে - গোলের বিশাল ব্যবধানে জিতেছিল জার্মানি 

তালিনে ৭০ শতাংশ বল দখলে রাখা জার্মানি শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য ম্যাচজুড়ে ১৩টি শট নেয় তারা, যেখানে ছয়টি ছিল লক্ষ্যে বিপরীতে ৩০ শতাংশ বল নিজেদের দখলে রাখা এস্তোনিয়া আটটি শটের কেবল দুটিই লক্ষ্যে রাখতে পেরেছে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি জার্মানি বিশেষ করে এস্তোনিয়ার অলআউট রক্ষণাত্মক ফুটবলের কাছে হার মানতে হচ্ছিল জার্মানদের

বিরতির পর গোলের জন্য অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি জার্মানিকে ৫১ মিনিটে গুন্দোয়ান লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় জার্মানরা এস্তোনিয়ার ভুলে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে গুন্দোয়ান লিড বাড়াতে অবশ্য মিনিটের বেশি লাগেনি জার্মানদের এবারো গোলদাতা সেই গুন্দোয়ান ৭১ মিনিটের মাথায় ব্যবধান - করেন টিমো ওয়ার্নার

একই গ্রুপের  অন্য ম্যাচে বেলারুশের বিপক্ষে - গোলের জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস ডাচদের জয়ে দুটি গোলই এসেছে লিভারপুল তারকা গিনি ভিনালদামের কাছ থেকে গ্রুপ সি থেকে এখন মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে দুই দলের সম্ভাবনা বেশ উজ্জ্বল

এদিকে জি গ্রুপ থেকে একই রাতে ইউরো ২০২০ সালের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে পোল্যান্ড এবং আই গ্রুপ থেকে গেছে রাশিয়া বিবিসি, এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন