পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাসীন কট্টর ডানপন্থীদের জয়

বণিক বার্তা ডেস্ক

 পোল্যান্ডের সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে ক্ষমতাসীন অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) রোববারের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দফায় চার বছর মেয়াদি সরকার গঠন করতে যাচ্ছে কট্টর ডানপন্থীরা খবর রয়টার্স

সোমবার নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ৮৩ শতাংশ আসনের ফলাফল পাওয়া গেছে, যেখানে ৪৫ দশমিক ২০ শতাংশ ভোট নিশ্চিত করতে পেরেছে পিআইএস প্রধান বিরোধী জোট সিবিক কোয়ালিশন (কেও) পেয়েছে ২৬ দশমিক ১০ শতাংশ ভোট

ক্ষমতাসীন দলের বিজয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিউনিস্ট রাষ্ট্রের গণতান্ত্রিক মান নিয়ে উদ্বেগ দেখা দেবে বিচার বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকীকরণ এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমকে সরকারের মুখপাত্র বানানোর অভিযোগ রয়েছে বিরোধীদের দ্বিতীয় মেয়াদে পিআইএসের জয়ে ইইউ জোটে অভিবাসনবিরোধী ব্লকটি শক্তিশালী হবে, যারা জোটটির লিবারেল এজেন্ডাগুলো ঠেকিয়ে দিতে পারে

সমালোচকরা বলছেন, নির্বাচনী প্রচারণার সময় হোমোফোবিয়া ছড়িয়েছে পিআইএস লেসবিয়ান, সমকামী, উভকামী ট্রান্সজেন্ডার (এলজিবিটি) অধিকার ইস্যুতে নির্বাচনী প্রচারণায় দলটির নেতাকর্মীরা বলার চেষ্টা করেছেন, ধরনের অধিকার বিদেশী প্রভাবের ফল এবং তা পোল্যান্ডের জাতীয় পরিচয়কে হুমকিতে ফেলেছে

নির্বাচনে জয়ের পর দলের অনেক নেতাকর্মীর মধ্যেও একই সুর দেখা যাচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন