খুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী অভিযানের সিদ্ধান্ত

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

মাদক নিয়ন্ত্রণে খুলনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসকের সম্মলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। এতে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন এসএম আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গা পূজার সময় মদ্যপানে খুলনায় নয়জনের মৃত্যুর ঘটনা নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান জোরদার করার দাবি জানান। সভায় লাইসেন্সধারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নজরদারির মধ্যে আনার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় বড়বাজার এলাকায় অবৈধ মোটরসাইকেল পার্কিং রোধ এবং মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ যেন জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ না পায়, সে ব্যাপারে কোচিং সেন্টারে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, গত সেপ্টেম্বরে খুলনা নগরীতে অবস্থিত থানাগুলোয় মোট ১৪৫টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি খুন, একটি ধর্ষণ, ছয়টি নারী ও শিশু নির্যাতন এবং ৮৩টি মাদকসংক্রান্ত মামলা। গত আগস্টে এসব থানায় ২০৩টি মামলা হয়েছিল।

এদিকে গত সেপ্টেম্বরে নগরী বাদে খুলনা জেলায় অবস্থিত থানাগুলোয় মোট ২১০টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি খুন, দুটি ধর্ষণ, ১৫টি নারী ও শিশু নির্যাতন এবং ১০৭টি মাদকসংক্রান্ত মামলা। গত আগস্টে এসব থানায় মোট ২৩১টি মামলা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন