জানুয়ারি-সেপ্টেম্বর

৫২ লাখ টন চাল রফতানি ভিয়েতনামের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শুরু থেকে ভিয়েতনামের চাল রফতানি খাতে প্রবৃদ্ধি বজায় ছিল। বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় শতাংশ বেড়ে ৫০ লাখ টন ছাড়িয়ে গেছে। তবে রফতানির পরিমাণ বাড়লেও একই সময়ে চাল রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় প্রায় ১০ শতাংশ কমে গেছে। ভিয়েতনামের মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর ভিয়েতনাম নিউজ।

দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫২ লাখ টন চাল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেশি। সময় চাল রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকরা মোট ২২৪ কোটি ডলার আয় করেছেন। ২০১৮ সালের প্রথম নয় মাসের তুলনায় গত জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে চাল রফতানি করে ভিয়েতনামের আয় কমেছে দশমিক শতাংশ। মূলত আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক কম থাকার কারণে রফতানির পরিমাণ বাড়লেও জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে চাল রফতানি করে ভিয়েতনামের আয় কমতির দিকে ছিল।

এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে লাখ ৮৬ হাজার টন চাল রফতানি করেছে ভিয়েতনাম। সময় খাদ্যপণ্যটি রফতানি বাবদ দেশটির আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ১০ লাখ ডলারে।

চাল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় ভিয়েতনাম পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে খাদ্যপণ্যটির তৃতীয় শীর্ষ রফতানিকারক দেশ ভিয়েতনাম। গত জানুয়ারি-আগস্ট সময়ে দেশটি থেকে ফিলিপাইন, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট হংকংয়ে সবচেয়ে বেশি চাল রফতানি হয়েছে। সময় ভিয়েতনামের বাজারে রফতানিযোগ্য শতাংশ ভাঙা চালের গড় দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৪৩৫ ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন