প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরকে পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারের জন্য চ্যালেঞ্জিং বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য বিরোধের জেরে প্রসেসর সরবরাহে ঘাটতি এবং মোবাইল ডিভাইসের কারণে পিসি বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এর পরও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক বাজারে পিসি বিক্রি দশমিক শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর এনগ্যাজেটস।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, কম্পিউটিংয়ের অনেক সুযোগ-সুবিধা এখন মোবাইল ডিভাইসে মিলছে। বিশেষ করে, ট্যাবলেট স্মার্টফোনের মতো ডিভাইসের কারণে ডেস্কটপ ল্যাপটপ বাজার খারাপ সময় পার করছে। চলতি বছর যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের কারণে পিসি নির্মাতারা প্রসেসরের সরবরাহ পেতে সংকটে পড়ে। যে কারণে অনেক পিসি নির্মাতা লক্ষ্যমাত্রা অনুযায়ী পিসি উৎপাদন এবং সরবরাহ করতে পারেনি। তার পরও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পিসি বিক্রিতে প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক বাজারে পিসি সরবরাহ কোটি ৮০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ১০ লাখ ইউনিট বেশি। গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক বাজারে পিসি সরবরাহ হয়েছিল কোটি ৭০ লাখ ইউনিট। গত কয়েক প্রান্তিকের তুলনায় কম্পিউটার যন্ত্রাংশের দাম কিছুটা কমায় পিসি বিক্রেতাদের লাভের অংকও বেড়েছে।

চীনভিত্তিক পিসি নির্মাতা লেনোভো জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি পিসি সরবরাহ করেছে। পিসি সরবরাহ বিবেচনায় দ্বিতীয় তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যথাক্রমে হিউলেট প্যাকার্ড (এইচপি) ডেল। বৈশ্বিক পিসি বাজারের ১০ শতাংশের কম দখলে নিয়ে চতুর্থ, পঞ্চম ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে অ্যাপল, এসার আসুস।

গত বছরের একই সময়ের চেয়ে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিক্রি প্রবৃদ্ধি অর্জন করেছে যথাক্রমে লেনোভো, এইচপি, ডেল এসার। তবে অ্যাপল আসুসের পিসি বিক্রি কিছুটা কমেছে।

বিশ্লেষকদের ভাষ্যে, ইন্টেলের সিপিইউর সরবরাহ ঘাটতি পিসি নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তবে সিপিইউ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং কোয়ালকম মিলে সরবরাহ ঘাটতি পূরণে কাজ করায় সংকট কিছুটা কমেছে।

গার্টনারের জ্যেষ্ঠ প্রিন্সিপাল গবেষণা বিশ্লেষক মিকাকো কিতাগাওয়া বলেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের রিফ্রেশ সাইকেলের কারণে পিসি বিক্রি বেড়েছে। অনেকেই পুরনো উইন্ডোজ পিসি ছেড়ে উইন্ডোজ ১০ চালিত পিসি ব্যবহারের দিকে ঝুঁকছেন। যে কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পিসির চাহিদা বাড়ছে। গত প্রান্তিকে ইন্টেলের সিপিইউ সংকট অন্য সিপিইউ নির্মাতাদের জন্য ব্যবসায় সুযোগ সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন