সঞ্চালন ব্যবস্থার দুর্বলতায় বিদ্যুৎ ঘাটতি রংপুর ও ময়মনসিংহে

নিজস্ব প্রতিবেদক

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়েও বেশি। তার পরও দুর্বল জাতীয় গ্রিড সঞ্চালন লাইনের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে দেশের কোনো কোনো অঞ্চলে বিদ্যুতের ঘাটতি থাকছে। বিশেষ করে রংপুর ময়মনসিংহ অঞ্চলে ঘাটতি বেশি। রাজধানীর বিদ্যুৎ ভবনে গতকাল বিদ্যুৎ উৎপাদন আঞ্চলিক ভারসাম্য শীর্ষক এক কর্মশালায় তথ্য জানানো হয়।

বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব . আহমদ কায়কাউস। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন তা দিয়ে বিভিন্ন অঞ্চলের মধ্যে ভারসাম্য রক্ষা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

. আহমদ কায়কাউস বলেন, বিদ্যুতের বর্তমান অবস্থা ব্যবসা প্রতিষ্ঠানে স্বস্তি এনে দিয়েছে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ থাকায় ব্যবসায়ীরা নিশ্চিত মনে শিল্প-কারখানা স্থাপন করতে পারছে। ধরনের কর্মশালায় বেসরকারি সংস্থা অধস্তন দপ্তর থেকে অংশগ্রহণকারী বাড়ানো উচিত। তুলনামূলক কম মূল্যের জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

কর্মশালায় আঞ্চলিক চাহিদা নিরূপণ বিদ্যুৎ পৌঁছানোর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মহাব্যবস্থাপক কাওসার আমীর আলী। আঞ্চলিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সঞ্চালন ব্যবস্থার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন পিজিসিবির নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী। বিদ্যুৎ খাতের সার্বিক অবস্থা, মূল্য নির্ধারণ, বিদ্যুতের মূল্য স্থিতি বা কম রাখা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিইআরসির সদস্য মো. মিজানুর রহমান।

আঞ্চলিক বিদ্যুৎ উৎপাদন সমস্যার বিষয়ে একটি চিত্র তুলে ধরে বিপিডিবি সদস্য জহুরুল হক জানান, রংপুর ময়মনসিংহ বিভাগে বিদ্যুতের ঘাটতি থাকছে। ভবিষ্যতে ঢাকার সমস্যা মোকাবেলা করা গেলেও রংপুরসহ উত্তরাঞ্চল ময়মনসিংহের সমস্যা আরো প্রকট হতে পারে। এসব সমস্যার কারণ দুর্বল গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইন, বিদ্যুৎ উৎপাদনে ওই সব অঞ্চলের বিদ্যমান জ্বালানি সংকট ইত্যাদি।

অনুষ্ঠানে জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গ্রিড ব্যবস্থার উন্নয়ন জরুরি। এছাড়াও কর্মশালায় ভবিষ্যতে বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় আঞ্চলিক সমন্বয় বৃদ্ধি ভারত থেকে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন