জীবনানন্দ দাশ পাঠাগার ঘুরে দেখলেন ভারতীয় হাইকমিশনার

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বরিশাল নগরীর ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন গির্জা কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন বরিশালে তিনদিনের সফরের দ্বিতীয় দিন গতকাল সকাল সোয়া ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করে গির্জার ফাদার সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি পরে তিনি নগরীর বগুরা সড়কে কবি জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটার পাশে স্থাপিত জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন পাঠাগার পরিদর্শনে যান সেখানে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান হাইকমিশনার সময় পাঠাগার ঘুরে দেখেন তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি

বিকালে নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল চারুকলা আয়োজিত ঢাকাস্থ বরিশাল বিভাগের চারুশিল্পীদের চিত্র প্রদর্শনী দেখতে যান ভারতীয় হাইকমিশনার রাত ৮টায় হোটেল গ্রান্ড পার্কে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দেয়া নাগরিক সংবর্ধনা নৈশভোজে অংশগ্রহণ করেন রিভা গাঙ্গুলি দাশ 

আজ সফরের তৃতীয় দিন সকাল ৯টায় ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজার এবং বেলা ১টায় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন করবেন ভারতীয় হাইকমিশনার সন্ধ্যা ৭টায় বরিশাল সিটি মেয়রের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারের লঞ্চযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন