মেহেরপুরে অসময়ে বৃষ্টি

ক্ষেতে পচে নষ্ট হচ্ছে সবজি

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

 এবার বর্ষায় কাঙ্ক্ষিত পরিমাণে বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি ঝরছে শরতের শেষে এসে এতে বিপাকে পড়েছেন মেহেরপুরের সবজিচাষীরা অসময়ে বৃষ্টিপাতে পচা রোগ দেখা দিয়েছে ফুলকপি-বাঁধাকপিসহ বিভিন্ন সবজির ক্ষেতে কারণে চলতি মৌসুমে জেলায় শীতকালীন সবজি উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেহেরপুরের তিন উপজেলায় এবার প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে শীতকালীন সবজি বাঁধাকপি ফুলকপির আবাদ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে গাংনী উপজেলায় কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় জেলার কৃষকরা এবারো শীতকালীন সবজি নিয়ে আশাবাদী ছিলেন অনেকে জমি বর্গা নিয়ে সবজি আবাদ করেছেন আগাম জাতের সবজি এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে তবে কয়েক দিন ধরে বৃষ্টিপাত এখন কৃষকদের আশাভঙ্গের কারণ হয়ে দেখা দিয়েছে

কৃষকরা জানান, এক বিঘা জমিতে বাঁধাকপি আবাদে ১৭ থেকে ২৫ হাজার টাকা খরচ হয় আবহাওয়া অনুকূল থাকলে দুই মাস পর এসব জমি থেকে ৪৫-৭০ হাজার টাকার বাঁধাকপি বিক্রি করা যেত কিন্তু এবার অসময়ের বৃষ্টিপাতের কারণে ক্ষেতে পচা রোগ দেখা দিয়েছে এতে ৬০ হাজার টাকার কপি ২০ হাজারেও বিক্রি করা যাবে না অনেক ব্যবসায়ী বায়না করেও এখন কপি নিতে চাইছেন না এতে উল্টো লোকসান গুনতে হতে পারে একই অবস্থা ফুলকপিতেও

গাংনী উপজেলার সারহারবাটি গ্রামের সবজিচাষী মোশারেফ হোসেন জানান, ব্যবসায়ীরা কপি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না আবার দামও দিচ্ছেন কম এদিকে বৃষ্টির কারণে পাতা গোড়াসহ সবজি পচে যাচ্ছে আমরা যেন উভয় সংকটে পড়েছি!

একই এলাকার আরেক সবজিচাষী খোকন বলেন, কিছুদিন আগে এক ব্যবসায়ী আমার জমির ফুলকপি ৭০ হাজার টাকায় কেনার চুক্তি করেন ওই সময় তিনি ২০ হাজার টাকা অগ্রিমও দেন কিন্তু বৃষ্টির পর ফুলকপি পচে নষ্ট হয়ে যাচ্ছে কারণে ওই ব্যবসায়ী আর কপি নিতে চাইছেন না

ব্যাপারে মেহেরপুরের সবজি ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, বছরে আমি ১৩০ বিঘা জমির বাঁধাকপি ফুলকপি কিনেছি এর মধ্যে ১০০ বিঘার কপি এরই মধ্যে বিক্রিও করে ফেলেছি চাহিদা থাকায় দামও ভালো পেয়েছি কিন্তু বৃষ্টিপাতের ফলে এখন চাহিদা কমে গেছে জমিতে থাকা কপি নষ্ট হলেও আমাদের কিছু করার নেই কারণ আগের দামে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন