জাফলংয়ে বনের জমি উদ্ধারে অভিযান, অর্ধশত স্থাপনা উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন বিভাগের জমি উদ্ধারে অবশেষে অভিযানে নেমেছে প্রশাসন বন বিভাগের আবেদনে জেলা প্রশাসনের অভিযানে পাথর ভাঙার ক্রাশার মেশিনসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানকালে বনাঞ্চলের অভ্যন্তরে ডাম্পিং করে রাখা প্রায় হাজার ৮০০ ঘনফুট পাথর জব্দ করা হয় গতকাল দিনভর জাফলং গ্রিনপার্ক, কানাইজুড়ি রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল

বনের জমি উদ্ধারে দীর্ঘ উদাসীনতার পর গতকাল অভিযানে নামে প্রশাসন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ ছাড়াও মজুদ করে রাখা পাথর জব্দ করা হয়

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে ছোট-বড় মোট ৩৩টি অবৈধ ক্রাশার মেশিন এবং ২৪টি টিনের তৈরি অবৈধ স্থাপনা ভেঙে ধ্বংস করা হয় ধ্বংসকৃত এসব সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা এছাড়া বনাঞ্চলের অভ্যন্তরে ডাম্পিং করে রাখা প্রায় হাজার ৮০০ ঘনফুট পাথর জব্দ করা হয়

ব্যাপারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, বন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গতকাল দিনভর অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানের সময় এলাকার বন পরিবেশ নষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয় বন পরিবেশ রক্ষায় জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

বন বিভাগ সূত্রে জানা যায়, কাগজে-কলমে গোয়াইনঘাট উপজেলায় বন বিভাগের ২২ হাজার ২০৭ একর জায়গা রয়েছে এর মধ্যে জাফলং বিটের সর্বমোট ভূমির আয়তন হাজার ৮৭১ একর এর মধ্যে ৫৩৭ একর জায়গায় ছিল সংরক্ষিত বনাঞ্চল ২০০৭ সালে টিলাশ্রেণীর ভূমিতে গড়ে তোলা হয়েছিল গ্রিনপার্ক তবে সংরক্ষিত ওই বনের ২৩৭ একর জায়গা আগেই বেদখল হয়ে গেছে এবার নতুন করে বনের জমি দখল করছে আরেকটি গোষ্ঠী

উল্লেখ্য, গত সেপ্টেম্বর বণিক বার্তায় জাফলংয়ে ৪০ শতাংশ বনভূমি বেদখলে শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় প্রশাসনের নির্লিপ্ততায় ভূমিখেকোরা বনের জমি দখল করে ডাম্পিং ইয়ার্ড স্টোন ক্রাশার মেশিন স্থাপন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই প্রতিবেদন প্রকাশের পর গতকাল অভিযান শুরু করে প্রশাসন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন