সেঞ্চুরিতে সিরিজ জেতালেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক

 সাইফ হাসানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে শ্রীলংকা দলের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ দল প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয়ে সমতা ফেরায় বাংলাদেশ তবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে লংকানদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ বাংলাদেশের দেয়া ৩২২ রানের জবাবে ১৩০ রান তুলতেই উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা এরপর আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যাওয়া খেলা আর মাঠে গড়ায়নি শেষ পর্যন্ত বৃষ্টি আইনে বাংলাদেশকে ৯৮ রানে বিজয়ী ঘোষণা করা হয়

কলম্বোয় বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই খেই হারিয়ে ফেলে শ্রীলংকা দল একটি পর্যায়ে লংকানদের সংগ্রহ ছিল উইকেটে ১২৯ রান এক রান যোগ হওয়ার পর খেলা থেমে যায় বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাইফ ইবাদত

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশ জড়ো করে ১২০ রান ৬৬ রান করে অবস্ট্রেক্টিং দ্য র্িফল্ডের (রানআউট ঠেকাতে গিয়ে ব্যাট/শরীর দিয়ে বল আটকানো) শিকার হয়ে ফেরেন নাঈম তবে বাংলাদেশের দাবি নাঈম ইচ্ছাকৃতভাবে বল আটকাননি আম্পায়ারের সিদ্ধান্তে তাই আপত্তিও জানিয়েছে বাংলাদেশ পরে অবশ্য সাইফের ব্যাটে দারুণভাবে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ১১০ বলে ১২ চার ছক্কায় ১১৭ রান করেন সাইফ এছাড়া ৩২ রান করেন মিঠুন বাংলাদেশ থামে উইকেটে ৩২২ রানে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন