ফলো-অন করাবে ভারত?

কাঁধের ব্যথায় কাতর হয়েও হাল ছাড়েননি কেশব মহারাজ ভারনন ফিল্যান্ডারকে নিয়ে নবম উইকেটে যোগ করেছেন ১০৯ রান তবে টেল-এন্ডের লড়াই ব্যবধানই শুধু কমিয়েছে, তা- ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৩২৬ রান দূরে থাকতে অলআউট দক্ষিণ আফ্রিকা! ভারত উইকেটে ৬০১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে জবাবে প্রোটিয়ারা গুটিয়ে গেছে ২৭৫ রানে ফলো-অন এড়াতে তাদের প্রয়োজন ছিল আরো ১২৭ রান এখন দেখার অপেক্ষা, অতিথি দলটিকে ভারত ফলো-অনে বাধ্য করায়, নাকি নিজেরা আবারো ব্যাটিং করে বড় টার্গেট দেয় দলটিকে

বিরাট কোহলির বীরোচিত ব্যাটিংয়ের (২৫৪*) পর স্বমূর্তিতে ভারতের বোলাররা দ্বিতীয় দিন বিকালে প্রোটিয়াদের উইকেট তুলে নেন ভারতের গতি বোলার উমেশ যাদব মোহাম্মদ শামি তাদের তোপের মুখে এইডেন মার্করাম, ডিন এলগার তেম্বা বাভুমাকে ৩৬ রানের মধ্যে হারায় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন যেখানে শেষ করে ভারত, তৃতীয় দিন ঠিক সেখান থেকেই শুরু করেন তাদের গতি বোলাররা দলীয় ৪১ রানে এনরিখ নর্তজেকে ফেরান শামি, ৫৩ রানে থিউনিস ডি ব্রুইন শিকার হন যাদবের

এরপর প্রোটিয়া ইনিংসে বাকিটুকু শাসন করেন ভারতের ঘূর্ণি বোলার রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজা বাকি উইকেট ভাগাভাগি করেন তারা দুজন এর মধ্যে অশ্বিন চারটি জাদেজা একটি উইকেট নেন যদিও দুটি পার্টনারশিপ হতাশ করে ভারতকে ষষ্ঠ উইকেটে ৭৫ রানের জুটি গড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসি কুইন্টন ডি কক দলীয় ১২৮ রানে ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন অশ্বিন ১৩৯ রানের মাথায় সিনুরান মুথুস্যামিকে ফেরান জাদেজা প্রোটিয়াদের আশা দেখানো ডু প্লেসি চা-বিরতির আগমুহূর্তে অশ্বিনের শিকার হয়ে ফেরেন

ডু প্লেসির বিদায়ের পর দ্রুতই প্রোটিয়াদের গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল তখনই দেয়াল হয়ে দাঁড়ালেন মহারাজ আর ফিল্যান্ডার দীর্ঘ ৪৩ দশমিক ওভার ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়েছেন তারা দুজন পথে মহারাজ ১৩২ বলে ১২ বাউন্ডারিতে ৭২ করে অশ্বিনের শিকার হয়ে ফেরেন ১৯২ বলে বাউন্ডারিতে ৪৪ রান করা ফিল্যান্ডারকে আউটই করা যায়নি দলীয় ২৭৫ রানে কাগিসো রাবাদাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে অশ্বিনই প্রোটিয়াদের অলআউট নিশ্চিত করেন

আজ প্রোটিয়াদের ফলো-অনে বাধ্য করে আবারো ব্যাটিংয়ে পাঠাতে পারে ভারত, কিংবা বোলারদের ১০৫. ওভারের ধকল কাটিয়ে ওঠার জন্য

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন