ফাইনালে সাকিবরা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটে-বলে বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে ইঙ্গিত দিয়েও খেলা হয়নি বড় ইনিংস। অন্যদিকে বল হাতে ছিলেন বেশ খরুচে। কিন্তু তার পরও সাকিবদের ফাইনালে ওঠা আটকানো যায়নি। প্রথম সুযোগে না পারলেও, দ্বিতীয় সুযোগে ঠিকই ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা ১২ রানে হারিয়েছে থ্রিনবাগো নাইট রাইডার্সকে। বার্বাডোজের করা ১৬০ রানের সংগ্রহের পেছনে ছুটতে গিয়ে ১৪৮ রানেই থেমে যায় থ্রিনবাগো।

লক্ষ্য তাড়া করতে নামা থ্রিনবাগোকে থামাতে এদিন প্রথম ওভার করতে এসেছিলেন সাকিব। কিন্তু প্রথম ওভারে সাকিবের ছয় বলে চারটি চার মেরে ১৬ রান তুলে নেন সুনীল নারিন। এরপর অবশ্য ১৮ রানে প্রথম উইকেট হারায় থ্রিনবাগো। জেসন হোল্ডার ফিরিয়ে দেন ১ রান করা সিমন্সকে। এরপর ৮ বলে ১৭ রান করা সুনীল নারিনও আউট হয়ে যান হ্যারি গারনের বলে। ৫৪ রানের মাথায় কলিন মুনরোকে ফিরিয়ে দেন হেইডেন ওয়ালশ। মুনরো করেন ১৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে এক পর্যায়ে ৮১ রানেই পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে থ্রিনবাগো। বিপর্যস্ত থ্রিনবাগোকে চাপে ফেলতে সাকিবকে আক্রমণে ফেরানো হয়। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে ১১ রান দেন সাকিব। এরপর তাকে আর বোলিংয়ে আনা হয়নি। অন্যদিকে বিপর্যয়ের মাঝে সেকেগু প্রসন্নে ২৭ বলে ৫১ রানের ইনিংস খেললেও তাতে মেলেনি জয়ের দেখা। ১৪৮ রানেই থেমে যায় থ্রিনবাগো।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বার্বাডোজের হয়ে সাকিব খেলেন ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রানের ইনিংস। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন