১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে সাবমেরিন কেবল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

 ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় সুপারিশ করা হয়

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৫ টাকা ৬৮ পয়সা

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আগামী ২৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন গ্যালারিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে নভেম্বর

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শতাংশ নগদ লভ্যাংশ দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এতে কোম্পানিটিকে থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসই কর্তৃপক্ষ এর আগে ২০১৭ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ দর ছিল ১২০ টাকা ৫০ পয়সা সমাপনী দর ছিল ১২০ টাকা ৬০ পয়সা গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭৩ ১৮০ টাকা

সরকারের টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় তাদের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা বর্তমানে পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা কোম্পানির রিজার্ভে রয়েছে ৩৫১ কোটি ২০ লাখ টাকা মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ হাজার ৫১০ এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ার

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ২০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ২৭৪ দশমিক শূন্য , হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৩৬ দশমিক ৬২

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন