বাণিজ্যযুদ্ধ

৭০ হাজার কোটি ডলার ক্ষতির শঙ্কা তুর্কি ইউনিয়নের

বণিক বার্তা ডেস্ক

 বেশ কয়েকটি ফ্রন্টে চলা বাণিজ্যযুদ্ধে ২০২০ সালে ৭০ হাজার কোটি ডলার লোকসান হতে পারে বৃহস্পতিবার ইউনিয়ন অব চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জেস অব টার্কির (টিওবিবি) চেয়ারম্যান শঙ্কার কথা জানান খবর আনাদোলু এজেন্সি

বুধবার শুরু হওয়া ১০ম ইস্তাম্বুল ফিন্যান্স সামিটে (আইএফএস ১৯) টিওবিবির চেয়ারম্যান তামের কিরন বলেন, যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে উৎপাদন বিনিয়োগ খাতে শ্লথগতি সেবা খাত কর্মসংস্থানের ওপর প্রভাব রাখবে

দুই বছর আগে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ অর্থনীতিতেই দ্রুত প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, কিন্তু সম্প্রতি ৯০ শতাংশ অর্থনীতির প্রবৃদ্ধিতেই শ্লথগতি দেখা গেছে

তামের কিরন বলেন, বাণিজ্যযুদ্ধের কারণে ২০১৯ সালে আমরা দশকের সবচেয়ে শ্লথগতির প্রবৃদ্ধি দেখেছি

এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ২০১৯ সালে বৈশ্বিক পণ্য বাণিজ্য হবে দশমিক ৬০ শতাংশ, গত বছর যা ছিল শতাংশ এবং ২০১৭ সালে ছিল দশমিক ৬০ শতাংশ

টিওবিবি প্রধান বলেন, গত ৩০ বছরের গড় বাণিজ্য ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বৈশ্বিক অর্থনীতি এক ইউনিট সম্প্রসারিত হলে বৈশ্বিক বাণিজ্য বাড়ে দশমিক ৪০ ইউনিট তবে সাম্প্রতিক সময়ে একের বিপরীতে একে দাঁড়িয়েছে

বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে প্রধান প্রতিবন্ধক হিসেবে বিভিন্ন বাণিজ্যযুদ্ধ, বিশেষ করে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের প্রসঙ্গ টেনেছেন কিরন বাণিজ্যযুদ্ধের কারণে শিল্প উৎপাদন বিনিয়োগ হ্রাস পেয়েছে এছাড়া ব্রেক্সিট অন্যান্য ভূরাজনৈতিক ঝুঁকির কারণে সৃষ্ট বাণিজ্য অনিশ্চয়তায় বাণিজ্য নেতিবাচকতা সৃষ্টি হয়েছে

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে ওঠার নতুন মিশন হাতে নেয়া উচিত জি২০ অন্য বহুজাতিক সংস্থাগুলোর বৈশ্বিকভাবে নন-ফিন্যান্সিয়াল কোম্পানিগুলোর ঋণের পরিমাণ ৮০ ট্রিলিয়ন ডলারে পৌঁছার বিষয়টি উল্লেখ করে কিরন জানান, ঋণের পরিমাণ ২০০৮ সালের বিশ্ব মহামন্দার সময়ের রেকর্ড মাত্রাকে ছাড়িয়ে গেছে

উন্নয়নশীল দেশগুলোয় বৈশ্বিক অর্থপ্রবাহ উন্নত দেশগুলোর তুলনায় অধিক মুনাফা দিয়ে থাকে কিরন বলেন, অনিয়ন্ত্রিত মূলধনের অন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ উন্নয়নশীল দেশগুলোর সামষ্টিক স্থিতিশীলতা বিঘ্নিত করে

২০০৩-১৭ সালের মধ্যে তুরস্কে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ১৯ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে একই সময়ে নিট ফিন্যান্সিয়াল মূলধন প্রবাহ একই সময়ে ৪৯ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে

১০ অক্টোবর দুই দিনব্যাপী আইএফএস ১৯ ইভেন্টটির থিম নির্ধারণ করা হয়েছে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন