শি জিনপিং-নরেন্দ্র মোদি বৈঠক

খুলে যেতে পারে ভারতের সম্ভাবনার সুবর্ণ দ্বার

বণিক বার্তা ডেস্ক

 দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল দুদিনের ভারত সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনা প্রেসিডেন্টের দীর্ঘ আলোচনার কর্মসূচি রয়েছে দুই দেশের ভাটা পড়া সম্পর্কে শীর্ষ দুই নেতার বৈঠক খানিকটা জোয়ার তৈরি করতে বলে ধারণা করা হচ্ছে দ্বিতীয় শীর্ষ সম্মেলন ঘিরে অতীতের তিক্ততা ভুলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সম্ভাবনার নবসূচনা হতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা

গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশের শীর্ষ দুই নেতার বৈঠক চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তামিলনাডুতেই মিলিত হচ্ছেন সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ছাড়াই তামিলনাডুর মহাবলিপুরমে আলোচনায় বসছেন শি মোদি আলোচ্যসূচি একেবারে স্থির না থাকলেও আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কতগুলো বড় থিম হাজির রয়েছে তাদের সামনে দুই থিমের কয়েকটি বিষয় নিয়ে একটি শিথিল স্ক্রিপ্ট করা হয়েছে বলে জানিয়েছেন বিষয়ে ওয়াকিবহাল এক কর্মকর্তা

প্রসঙ্গত, ২০১৪ সালে মোদি প্রথমবার যে পরিমাণ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, দ্বিতীয়বার তার চেয়ে অনেক বেশি সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন তিনি অন্যদিকে জীবনমুখী প্রেসিডেন্ট হিসেবে খ্যাতি রয়েছে শির ধারণা করা হচ্ছে, গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতাদের বৈঠক থেকে দ্বিপক্ষীয় সম্পর্কে আশাব্যঞ্জক ঘোষণা আসতে পারে আগামী দুই বা তিন দশকের কথা মাথায় রেখে বেইজিং নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে দূরদর্শী কিছু কর্মসূচির আশা করছেন সংশ্লিষ্টরা

শি-মোদির বৈঠক সম্পর্কে সাবেক পররাষ্ট্র সেক্রেটারি ললিত মানসিংহ বলেন, শীর্ষ সম্মেলনে আলোচনার বিষয়গুলোকে মোটা দাগে তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়আন্তর্জাতিক স্থানীয়, অর্থনৈতিক এবং দ্বিপক্ষীয় তবে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে আলোচনা শুরুর আগে দুই নেতার মধ্যে নিজেদের অমীমাংসিত সাম্প্রতিক কিছু বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার সম্ভাবনা রয়েছে বিশেষত কিছু দিন আগে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের মধ্য দিয়ে নয়াদিল্লি বেইজিংয়ের অবস্থান নিয়ে নিজেদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, সেসব বিষয় ধরে আলোচনার সূত্রপাত হতে পারে

কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বেইজিং সফরের কথা উল্লেখ করে মানসিং বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠকের ভিত্তিতে শি ভারতের সমালোচনা করেছেন ফলে বেইজিংয়ের যেকোন জিজ্ঞাসার জবাব দিতে নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে আমার বিশ্বাস শির ভারত সফরের মাত্র কয়েক দিন আগে ইমরান খানের বেইজিং

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন