ইইউর করস্বর্গ তালিকা থেকে বাদ ইউএই সুইজারল্যান্ড

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) করস্বর্গ তালিকা থেকে বাদ দেয়া হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সুইজারল্যান্ডের নাম বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে ইইউ

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের শেষ নাগাদ তাদের করনীতিতে প্রয়োজনীয় সংস্কার আনতে সক্ষম হয়েছে ইউএই মার্শাল দ্বীপপুঞ্জ এছাড়া সুইজারল্যান্ড, আলবেনিয়া, কোস্টারিকা, মরিশাস সার্বিয়া ইইউর কর সুশাসন নীতি অনুসরণ করে চলেছে

অন্যদিকে আমেরিকান সামোয়া, বেলিজ, ফিজি, গুয়াম, ওমান, সামোয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ভার্জিন আইল্যান্ড, ভানুয়াটো এখনো ইইউর কালো তালিকায় রয়েছে

যেসব দেশ করসংক্রান্ত বিষয়াদিতে ইইউকে সহায়তা করে না, সেগুলো চিহ্নিত করতে ২০১৭ সালের নীতি কতটুকু অনুসরণ করে, তা বিচার করে বিভিন্ন দেশকে নিয়ে করস্বর্গ তালিকা করা হয়

কর ফাঁকি সুশাসন নিশ্চিত করা এবং শুল্ক স্বচ্ছতা, ন্যায্য করারোপ বা আন্তর্জাতিক মান বজায় রাখতে ইইউর তালিকা কাজ করে

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন