ভারতের বাজারে নকিয়া ৬.২

বণিক বার্তা ডেস্ক

 বার্লিন টেক ফেয়ারে গত মাসে উন্মোচন করা হয়েছিল নকিয়ার সর্বশেষ সংস্করণের স্মার্টফোন নকিয়া . গতকাল স্মার্টফোনটি ভারতের বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি ফোনটির স্ক্রিন দশমিক ইঞ্চির এটি এইচডিআর১০ ডিসপ্লে সমর্থনযোগ্য রয়েছে গরিলা গ্লাস নকিয়া . স্মার্টফোনের র‌্যা জিবি রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এতে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে রয়েছে হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি

এটি মূলত ক্যামেরা ফোন স্মার্টফোনটির পেছনে ১৬, এবং মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে সুবিধা স্মার্টফোনটিতে ভিন্ন মাত্রা যুক্ত করেছে সামনের ক্যামেরা মেগাপিক্সেলের কালো ধূসর দুটি রঙের নকিয়া . স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ রুপি

নকিয়ার এশিয়া প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ার আঞ্চলিক প্রধান অজয় মেহতা জানান, ডিসপ্লে ক্যামেরার কারণে নকিয়া . মডেলের স্মার্টফোনটি দ্রুতই ক্রেতাদের পছন্দের শীর্ষে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে

 সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন