নন-সেনসিটিভ প্রযুক্তিপণ্য

যুক্তরাষ্ট্র থেকে আমদানির সুযোগ পেতে পারে হুয়াওয়ে

বণিক বার্তা ডেস্ক

 নিষেধাজ্ঞার জের ধরে যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তিপণ্য সেবা আমদানি বন্ধ করতে বাধ্য হয়েছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে তবে অচিরেই অচলাবস্থা কিছুটা হলেও কাটতে যাচ্ছে মার্কিন প্রশাসন নিজ দেশের কয়েকটি কোম্পানিকে হুয়াওয়ের কাছে নন-সেনসিটিভ প্রযুক্তিপণ্য সরবরাহের লাইসেন্স দিতে যাচ্ছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র চীনের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদের বৈঠকের পর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে খবর নিউইয়র্ক টাইমস রয়টার্স

চলতি বছর চীন-মার্কিন বাণিজ্য বিরোধের হাওয়া লাগে প্রযুক্তি খাতেও হুয়াওয়ের বিরুদ্ধে গ্রাহকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ওয়াশিংটন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মে মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন বলা হয়, অনুমতি ছাড়া কোনো মার্কিন প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে না কারণে চীনা প্রতিষ্ঠানটির জন্য যুক্তরাষ্ট্র থেকে মোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য সেবা আমদানির পথ বন্ধ হয়ে যায় এমনকি গুগলের সেবা প্রাপ্তি থেকেও বঞ্চিত হয় হুয়াওয়ে

বিরোধ শুরুর পর থেকে একাধিক মার্কিন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগে হুয়াওয়ের কাছে প্রযুক্তিপণ্য সেবা সরবরাহের অনুমতি চেয়ে আবেদন করে গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে আবেদনের সংখ্যা ১৩০ ছাড়িয়ে গেছে মার্কিন প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইস্যুতে কিছুটা নমনীয় হওয়ার নীতি গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আপাতত চীনা প্রতিষ্ঠানটির কাছে নন-সেনসিটিভ প্রযুক্তিপণ্য সরবরাহের উদ্যোগ নিতে সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তবে নন-সেনসিটিভ প্রযুক্তিপণ্যের তালিকায় কী থাকছে, তা জানা যায়নি  

মার্কিন বাণিজ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে চীনে নন-সেনসিটিভ প্রযুক্তিপণ্য সরবরাহের অনুমতি দেয়ার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেছে তবে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দুই দেশের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদের আলোচনা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে

হুয়াওয়ের পক্ষ থেকেও সম্ভাবনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, হুয়াওয়েসহ চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলমান মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আরো নিরপেক্ষ যৌক্তিক সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের ধারাবাহিকতায় গত সপ্তাহেও ২৮টি চীনা প্রতিষ্ঠানকে নতুন করে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন তালিকায় চীনের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন