২০১৯-২০ উৎপাদন বর্ষ

বৈশ্বিক তুলা বাজারে উদ্বৃত্তের সম্ভাবনা

বণিক বার্তা ডেস্ক

 আগস্টে শুরু হয়েছে ২০১৯-২০ তুলা উৎপাদন বর্ষ দি ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির (আইসিএসি) পূর্বাভাস অনুযায়ী, এবার পণ্যটির বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে কোটি ৬৮ লাখ টন যেখানে বৈশ্বিক ব্যবহার ধরা হয়েছে কোটি ৬৫ লাখ টন অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ উদ্বৃত্তে থাকতে পারে পণ্যটির বাজার খবর  কমোডিটি অনলাইন

বেশ কয়েক বছর ধরে তুলার বৈশ্বিক উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রয়েছে তবে সে অনুপাতে বাড়েনি চাহিদা টানা দুই বছর আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ উদ্বৃত্তে রয়েছে ফলে ২০১৬ সালের পর থেকে তুলার ধারাবাহিক দরপতন ঘটেছে এবার সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা

আইসিএসির প্রতিবেদনে বলা হয়, ভারত, বাংলাদেশ, ভিয়েতনামসহ কতিপয় দেশে ব্যবহারে সামান্য প্রবৃদ্ধির দেখা মিললেও সামগ্রিকভাবে তুলার বৈশ্বিক ব্যবহার কমবে পণ্যটির বৈশ্বিক ব্যবহারের নেতৃত্বে থাকবে যথারীতি পূর্ব এশিয়ার দেশগুলো বিশ্বের শীর্ষ ভোক্তা দেশ চীনে আগের বর্ষে সাড়ে ৮২ লাখ টন তুলা ব্যবহার হয়েছিল এবারো ব্যবহারের মাত্রা মোটামুটি একই থাকবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন