সামাজিক দায়বদ্ধতা থেকে আইনজীবীদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বণিক বার্তা প্রতিনিধি কিশোরগঞ্জ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে আইনজীবীরা বিচারপ্রার্থী জনগণের আস্থা হারাচ্ছেন। ফলে তাদের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে। তাই পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আইনজীবী অথবা তার পরিবারের লোকজন কারো বিরুদ্ধে মামলা করলে প্রতিপক্ষের পক্ষে কোনো আইনজীবী আইনি সহায়তা দেবেন না, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। রাষ্ট্রের সব নাগরিকই ন্যায়বিচার আইনের সহায়তা লাভের অধিকারী। তাই বিষয়টি বিবেচনায় আনতে হবে।

গতকাল কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রাষ্ট্রপতি। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ- (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল আলম শহীদ, সহসভাপতি অ্যাডভোকেট মনসুর আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন