চট্টগ্রাম নগরীর বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর প্রতিদিনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চায়না পাওয়ার কোম্পানি। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকার আওতাধীন ১০ একর জমি দৈনিক দেড় হাজার টন বর্জ্য হলেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি হলে প্রকল্পে চায়না পাওয়ার কোম্পানি ১৮ কোটি টাকা বিনিয়োগ করবে।

গতকাল চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়র নাছির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে কথা জানান কোম্পানির ব্যবস্থাপক হ্যানকুন। বৈঠকে তিনি তথ্যচিত্রের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ জ্বালানি উৎপাদন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। চায়না পাওয়ার কোম্পানি পরিচালিত বাঁশখালী, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান বিদ্যুৎ প্রকল্পগুলো সম্পর্কে ধারণা দেন হ্যানকুন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন