বিপিএলে লেগ স্পিনার বাধ্যতামূলক!

ক্রীড়া প্রতিবেদক

 বঙ্গবন্ধু বিপিএলের আয়োজন নির্ধারিত সময় থেকে পিছিয়ে যেতে পারে থেকে ১০ দিন তবে বিপিএলের এবারের আয়োজনে যুক্ত হতে পারে বেশকিছু বিষয়, যার একটি হচ্ছে বাধ্যতামূলক লেগ স্পিনার খেলানো তবে সেই লেগ স্পিনার হতে হবে স্থানীয় এবং তাকে দিয়ে করাতে হবে পুরো চার ওভার

গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে কথা জানান চেয়ারম্যান শেখ সোহেল তিনি বলেন, আমাদের জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে বেশকিছু সাজেশন আসছে যে আমাদের লেগ স্পিনার লাগবে, প্রতিটি দলে একজন করে লেগ স্পিনার খেলাতেই হবে এবং তাকে বাধ্যতামূলক চার ওভার করাতেই হবে

এদিকে আগ্রহী চারটি স্পন্সরের সঙ্গে কথা বলেছে বিসিবি বিষয়ে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, তারা দলের মালিক হবেন না, তারা শুধু দলের স্পন্সরশিপ রাইটটাই পাবেন এর সঙ্গে তারা কী সুবিধা পাবেন, তা তাদের বুঝিয়ে দিয়েছি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন