নেইমারকে না হারিয়ে খুশি টুখেল

২০১৭ সালের গ্রীষ্মে ২২২ মিলিয়ন ইউরো ফি দিয়ে নেইমারকে বার্সেলোনার কাছ থেকে কিনে নেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দুই মৌসুম খেলার পরই তিনি পিএসজি ছাড়তে মরিয়া হয়ে ওঠেন যে মেসির ছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচয় তৈরি করতে চেয়েছিলেন, আবারো আক্রমণভাগে সেই মেসির পার্টনার হতে মরিয়া হন ব্রাজিল সুপারস্টার কেননা পিএসজিতে কাঙ্ক্ষিত দলগত সাফল্য পাচ্ছিলেন না বার্সাও নেইমারকে ফেরাতে মরিয়া হয় তবে নেইমার বার্সার চাওয়া পূরণ হয়নি পিএসজিই শেষ পর্যন্ত জয়ী হয়েছে ব্যর্থ দলবদলে সবচেয়ে খুশি পিএসজির জার্মান কোচ টমাস টুখেল কেননা দলসেরা খেলোয়াড়কে হারাতে হয়নি তাকে   

২৮ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য পিএসজির চাওয়া ২০০ মিলিয়ন ফি দিতেও রাজি হয় কাতালান জায়ান্টরা তারা নগদ অর্থের চাপ কমাতে ওসমান ডেম্বেলে কিংবা ইভান রাকিতিচকে দিতে চেয়েছিল কিন্তু যাদের দেয়ার পরিকল্পনা ছিল, তারাই রাজি হয়নি তাই নেইমারের বার্সা যাত্রাও আটকে যায়

দলবদল না হওয়ায় এখন পিএসজির হয়ে খেলে যাচ্ছেন নেইমার তবে প্রতি ম্যাচেই পিএসজি সমর্থকরা তাকে দুয়ো দিচ্ছেন নিয়ে টুখেল বলেন, সমর্থকরা যে নেইমারের সমালোচনা করছে, সে বিষয়টি আমি বুঝি সমর্থকরা নিজেদের অনুভূতি প্রকাশ করছে এবং আমি এটা বুঝতেও পারছি তাদের তো নিজেদের প্রকাশের অধিকার আছে তারা ক্লাবটিকে নিয়ে গর্ব করে এবং একজন খেলোয়াড় চলে যেতে চায়, এটা তো শুনতেই খারাপ লাগে আমি তাকে (নেইমার) বলেছি, আমাদের এমন বাস্তবতার মুখোমুখি হতে হবে ভালো আচরণ করার জন্য তার ওপর বেশ চাপ রয়েছে আসলে তাকেই সমর্থকদের মন পাল্টে দিতে হবে

নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে টুখেল বলেন, আমাদের মধ্যে সম্পর্কের কোনো পরিবর্তন ঘটেনি আমি জানতাম সে চলে যেতে চায় এবং সে জানত যে আমি এর বিরুদ্ধে আমার কাছে মনে হয়নি, সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে একজন কোচ হিসেবে আমি তাকে হারাতে চাইনি পরিশেষে আমরা বুঝেছি, সিদ্ধান্তটি সে কিংবা আমি নিতে পারি না কাজেই আমাদের সম্পর্কেও এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি

টুখেল জানান, নেইমারকে নিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ছিল পরিচালকদের হাতে কোচ বলেন, ক্লাবের অবস্থান ছিল খুবই স্পষ্টনেইমার থাকবে, কথা বলার আগ পর্যন্ত তাকে খেলানো

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন