বিআইবিএমের গবেষণা

গ্রিন ব্যাংকিংয়ে জোরদার হবে ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশন

নিজস্ব প্রতিবেদক

 দেশের ব্যাংকিং খাতে এরই মধ্যে গ্রিন ব্যাংকিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্যাংকগুলোয় ডিজিটালাইজেশন প্রচেষ্টাকে জোরদার করতে কাগজের ব্যবহার কমাতে গ্রিন ব্যাংকিং প্লাটফর্মকে কাজে লাগানো যেতে পারে গ্রিন ব্যাংকিংয়ে পরিবেশগত ঝুঁকি ব্যয়সংকোচনে পরিত্যক্ত কাগজ রিসাইকেলের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি ভালো কোনো সমাধান হতে পারে না কাগজ ব্যবহার থেকে পুরোপুরি বের হয়ে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে গেলেই কেবল এর সমাধান সম্ভব

গতকাল রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত ডিজিটালাইজেশন অব ডকুমেন্টস ইন ব্যাংকিং অপারেশন শীর্ষক গবেষণা কর্মশালায় উপস্থাপিত প্রতিবেদনে এসব কথা বলা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ গবেষণা কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বিআইবিএমের মহাপরিচালক মহা. নাজিমুদ্দিন কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের . মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক . বরকত--খোদা

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি, এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন এবং আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মনিতুর রহমান

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশনে সহায়ক নীতি পরিবেশ প্রয়োজন সরকার বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশনে বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিচ্ছে কিন্তু -সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশনা এবং বিধিমালা প্রয়োজন ডিজিটাল স্বাক্ষর -স্বাক্ষর এখনো ব্যাপকভাবে সমাদৃত হয়নি, যা ডিজিটালাইজেশনে বড় বাধা হিসেবে কাজ করছে

কর্মশালায় মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক পরিচালক . শাহ মো. আহসান হাবীব গবেষণা দলে অন্যদের মধ্যে ছিলেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ, বিআইবিএমের প্রভাষক ফয়সাল হাসান, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আনিসুর রহমান, ঢাকা ব্যাংক লিমিটেডের অপারেশনস বিভাগের প্রধান সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এটিএম নেসারুল হক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বিআইবিএমের মহাপরিচালক মহা. নাজিমুদ্দিন বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকিং খাতের ডকুমেন্টস ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোরারোপ করেন

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, ব্যাংক পরিচালনায় আইটি ক্ষেত্রে ভেন্ডরদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে ব্যাংকগুলোকে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে বিএসিএইচ, বিএফটিএন, আরটিজিএস, ইন্টারনেট ব্যাংকিং, এনপিএসবি, এমএফএসএমন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন