বরিশাল ও যশোরে মদ্যপানে চার যুবকের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল ও যশোর

 বরিশাল যশোরে মদ্যপানে চার যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে গতকাল বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা

বণিক বার্তার বরিশাল প্রতিনিধি জানান, জেলায় মদ্যপানে তিন যুবকের মৃত্যু হয়েছে তবে দুই যুবকের মৃত্যুসনদে মদ্যপানের বিষয়টি উল্লেখ না থাকায় ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ মৃত যুবকরা হলেন নগরীর কাশিপুরের গণপাড়া এলাকার পরিমল চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস (২৬),  নগরীর দপ্তরখানা এলাকার নরেন্দ্রনাথ কর্মকারের ছেলে বিকাশ কর্মকার (৩৫) নগরীর নম্বর ওয়ার্ডের হাটখোলা রোড এলাকার বাসিন্দা জ্যোতি প্রকাশ রায়ের ছেলে সিদ্ধার্থ রায় মিথুন (৩২) এর মধ্যে শুধু সিদ্ধার্থ রায় মিথুনের মৃত্যুসনদে মদ্যপানের বিষয়টি উল্লেখ করা হয়েছে

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, এখন পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে মৃত তিনজনই অ্যালকোহলজাতীয় দ্রব্য সেবন করে অসুস্থ হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তবে এদের মধ্যে সিদ্ধার্থ রায়ের মৃত্যুসনদে সরাসরি অ্যালকোহল সেবনের বিষয়টি উল্লেখ করা হয়েছে বাকি দুজনের মৃত্যুসনদে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে হাসপাতালে ভর্তির সময় স্বজনরা তথ্য গোপন করায় এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খবর পেয়ে গতকাল দুপুরে হাসপাতালে যায় পুলিশ তার আগেই স্বজনরা তিনজনের মরদেহ নিয়ে যান

তিনি জানান, আপাতত তিনটি মরদেহই ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এজন্য স্বজনদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে মৃত সিদ্ধার্থ রায় বিকাশ কর্মকার বন্ধু হলেও রতন চন্দ্র দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এজন্য এয়ারপোর্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে

এদিকে মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, বিকাশ সিদ্ধার্থ দুর্গা পূজার বিজয়া দশমীর রাতে একই সঙ্গে মদ্যপান করেন তবে রতনের বিষয়ে কিছুই বলতে রাজি হননি অভিভাবকরা

বরিশাল সিটি করপোরেশনের নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হাওলাদার জানান, সিদ্ধার্থ বিকাশ অতিরিক্ত মদ্যপান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিদ্ধার্থ রায় গতকাল সকাল পৌনে ৬টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মদ্যপানে অসুস্থ হওয়ার কথা বলে হাসপাতালের মেডিসিন- ইউনিটে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টায় তার মৃত্যু হয়

বিকাশ কর্মকার বেলা ১১টায় একই হাসপাতালের মেডিসিন

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন