দুই যুগ পর যশোর মহিলা আওয়ামী লীগের সম্মেলন

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 প্রায় দুই যুগ পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলন ঘিরে জেলা মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ

যশোর মহিলা আওয়ামী লীগ সূূত্রে জানা গেছে, সর্বশেষ ১৯৯৭ সালে সম্মেলনের মাধ্যমে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয় ৭১ সদস্যের কমিটি দীর্ঘদিন ধরে রাজপথে বিভিন্ন কর্মসূচি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে অবস্থায় প্রায় দুই যুগ পর যশোর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল ১০টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য

সম্মেলনে সভাপতি পদের জন্য প্রচারণায় রয়েছেন বর্তমান সভাপতি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য লাইজু জামান, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজা খাতুন গিনি এবং জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার জলি

অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য জোর তত্পরতা চালাচ্ছেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জোসনা আরা বেগম মিলি, জেলা মহিলা আওয়ামী লীগ সদস্য জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন তিন নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি রিনি বেগম সম্মেলনে প্রায় ১০০ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে থেকে তাদের নেতা নির্বাচন করবেন

জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা বলেন, দীর্ঘদিন পর সম্মেলনের আয়োজন করায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সম্মেলনে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে নেতৃত্ব নির্বাচন করা হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন