বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় দুই ধাপ অবনমন বাংলাদেশের

মানসম্পন্ন অবকাঠামো, দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে জোর দিন

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় ২০১৬ সালে এক ধাপ এবং ২০১৭ সালে সাত ধাপ অগ্রগতিতে দেশবাসী আশান্বিত হয়েছিল কিন্তু ২০১৮ সালে ঘোষিত প্রতিবেদনে এক ধাপ অবনমন এবং ২০১৯ সালে দুই ধাপ অবনমন দেশবাসীকে কিছুটা হতাশ করেছে বৈকি সরকার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিলেও তার টেকসই ফল এখনো দৃশ্যমান নয় অন্যান্য দেশ যেখানে দৌড়াচ্ছে, বাংলাদেশ সেখানে হাঁটছে ফলে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে এমন অবস্থায় বাংলাদেশকেও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কার্যকর দ্রুত পদক্ষেপ নিতে হবে, যার প্রভাব দৃশ্যমান হবে

মধ্যম আয়ের দেশ, অতঃপর উন্নত দেশে পৌঁছার যে স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্ন পূরণ করতে হলে প্রতিযোগিতা সক্ষমতার হার আরো বাড়াতে হবে নিশ্চয়ই তবে ইচ্ছা পোষণ করলেই যে বাড়বে না, তা বলার অপেক্ষা রাখে না বিশ্ব অর্থনৈতিক ফোরাম সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা উল্লেখ করেছে, সেগুলো দূর করা গেলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব সবাই নিরবচ্ছিন্নভাবেই বলে আসছি, দেশ থেকে দুর্নীতি নির্মূল করা না যাক, অন্তত কমিয়ে আনতে হবে দুদকের কর্মক্ষমতা বাড়ানোর তাগিদও দেয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে দুদক অবশ্য সাম্প্রতিককালে বেশ তত্পর হয়েছে, এমনকি দুর্নীতির দায়ে অভিযুক্ত সংস্থাটির নিজস্ব কর্মকর্তাকেও বরখাস্ত করার মতো প্রশংসনীয় কাজ করেছে এক্ষেত্রে দুদককে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে এবং সব ধরনের প্রভাব প্রলোভনমুক্ত হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে যেতে হবে কাজটি এককভাবে দুদকের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এটা

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ যেসব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বারবার, তার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, বাজার, ব্যবসা পরিচালনার উপযুক্ত পরিবেশ তৈরি উদ্ভাবন অন্যতম দক্ষতা বৃদ্ধির জন্য কিছু কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেই দায়িত্ব শেষ করলে যে চলবে না, তা প্রতিবেদন থেকে স্পষ্ট প্রয়োজন সময়োপযোগী জনবল তৈরি তৈরি পোশাক শিল্পে চাহিদা অনুপাতে দক্ষ জনবল না পাওয়ায় সেখানে বিদেশীদের নিয়োগের হার এখনো কমানো যায়নি পুষ্টিমানেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী হলেও মানসম্পন্ন সেবা জোগানো এখনো সম্ভব হচ্ছে না শুধু ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে অবকাঠামো উন্নয়নে বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে সরকার তার পরও ভঙ্গুর ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে দেশের বেশির ভাগ অবকাঠামো নিয়ন্ত্রণহীন ব্যয় বৃদ্ধিও সংশ্লিষ্ট নতুন অবকাঠামো থেকে উপযোগ প্রাপ্তিকে সংকীর্ণ করে ফেলছে আইসিটি খাতে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন