তিন সিকিউরিটিজ হাউজকে সতর্ক করবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

 সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে তিন সিকিউরিটিজ হাউজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হাউজ তিনটি হলো মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড ইসি সিকিউরিটিজ লিমিটেড গতকাল বিএসইসির চেয়ারম্যান . এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৯৯তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয় বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে জনৈক বিনিয়োগকারী এসকে মো. তারেক আমানের অভিযোগের ভিত্তিতে ডিএসইর তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড তারেক আমানের কাছ থেকে লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করলেও অর্থ তার লেজার অ্যাকাউন্টে জমা করেনি এর মাধ্যমে ব্রোকার হাউজটি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১-তে উল্লিখিত দ্বিতীয় তফসিলের আচরণবিধি এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল নং ৮এ() ভঙ্গ করেছে এছাড়া ব্রোকার হাউজটি তাদের গ্রাহকদের সিকিউরিটিজ-সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালনা না করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২১() এবং কমিশন কর্তৃক নিয়োজিত পরিদর্শন দলকে চাহিদাকৃত দলিলাদি তথ্য সরবরাহ না করার মাধ্যমে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর আওতায় প্রদত্ত নিবন্ধন সনদের নম্বর শর্ত ভঙ্গ করেছে

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কমিশন এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণকালে ওই সিকিউরিটিজ আইনগুলো পরিপালন করায় এরই মধ্যে লঙ্ঘনের বিষয়টি নিষ্পত্তি হয়েছে তবে ভবিষ্যতে মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড যেন আর ধরনের আইন লঙ্ঘনে জড়িয়ে না পড়ে, সেজন্য গতকালের কমিশন সভায় ব্রোকার হাউজটিকে সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে

ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ওই হিসাব বছর শেষ হওয়ার চার মাসের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কমিশনের কাছে দাখিল করতে ব্যর্থ হয়েছে এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন