১৪ নভেম্বর পর্যন্ত সময় পেল মিরর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট

নিজস্ব প্রতিবেদক

 কোম্পানির ডিলার হিসেবে এখনো প্রয়োজনীয় লেনদেন শুরু করতে না পারা এবং নিয়মবহির্ভূতভাবে মার্জিন সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বিধিমালার শর্ত পৃথক একটি নির্দেশনা লঙ্ঘন করেছে মিরর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লিমিটেড কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন গতকাল অনুষ্ঠিত বিএসইসির ৬৯৯তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শন প্রতিবেদনে মিরর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কর্তৃক এসব সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের কোম্পানির ডিলার হিসেবে প্রয়োজনীয় লেনদেন শুরু করতে না পারায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর আওতায় প্রদত্ত নিবন্ধন সনদের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি-১১ লঙ্ঘন করেছে এছাড়া মিরর ফিন্যান্সিয়াল লিমিটেড তাদের কোম্পানি কর্মচারীদের আত্মীয়দের মার্জিন সুবিধা প্রদানের মাধ্যমে কমিশন কর্তৃক ২০১০ সালের ২৩ মার্চ ইস্যুকৃত একটি নির্দেশনা লঙ্ঘন করেছে

কোম্পানি কর্মচারীদের আত্মীয়দের মার্জিন সুবিধা প্রদানের জন্য এর আগে কোম্পানি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) যে জরিমানার আদেশ দেয়া হয়েছিল, তার অবশিষ্ট সম্পূর্ণ অর্থ আগামী ১৪ নভেম্বরের মধ্যে পরিশোধ করতে বলেছে বিএসইসি এছাড়া তাদের মার্জিন ঋণ একই তারিখের মধ্যে সমন্বয় করতে হবে তা না হলে মিরর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফ্রি লিমিট সুবিধা বাতিল করা হবে বলে গতকালের সভায় সিদ্ধান্ত নেয়া হয়

এছাড়া কোম্পানির ডিলার হিসেবে উল্লিখিত ১৪ নভেম্বরের মধ্যে লেনদেন শুরু করতে না পারলে মিরর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিবন্ধন সনদ বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন