মুক্তির প্রথম সপ্তাহেই সব রেকর্ড ভেঙে দিল কল অব ডিউটি

বণিক বার্তা ডেস্ক

 কল অব ডিউটি মোবাইল সংস্করণ মুক্তির এক সপ্তাহের মধ্যে মোবাইল গেমের অতীত সব রেকর্ড ভেঙে ফেলেছে অ্যানালিটিকস ফার্ম সেন্সর টাওয়ারের হিসাবে চলতি মাসেই গেমটি ১০ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে যেখানে হইচই ফেলে দেয়া পাবজি একই সময়ের মধ্যে ডাউনলোড হয়েছিল কোটি ৮০ লাখবার খবর দ্য ভার্জ

কল অব ডিউটি: মোবাইল গেমটি ডেভেলপ করেছে চীনের শেনঝেনভিত্তিক বহুজাতিক কোম্পানি টেনসেন্টের টিমি স্টুডিও পরিবেশক হিসেবে আছে মার্কিন কোম্পানি অ্যাক্টিভিশন চলতি মাসের প্রথম দিনেই বিশ্বব্যাপী এটি মুক্তি পায়

সেন্সর টাওয়ারের রেকর্ড অনুযায়ী, কল অব ডিউটির বড় প্রতিদ্বন্দ্বী পাবজি মোবাইল গেম মুক্তি পায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মুক্তির প্রথম সপ্তাহে এটি ডাউনলোড করা হয় কোটি ৮০ লাখবার আর ফোর্টনাইটের মোবাইল সংস্করণ সময়ের মধ্যে ডাউনলোড হয়েছিল কোটি ২৫ লাখবার তবে শুরুর দিকে এটি শুধু আইওএসের জন্যই পাওয়া যেত

কল অব ডিউটি: মোবাইল এরই মধ্যে সব রেকর্ড ভেঙে দিয়েছে সেন্সর টাওয়ারের র্যান্ডি নেলসন রয়টার্সকে বলেন, এটি এখনো চীনের বাজারে মুক্তি পায়নি, এমনটি ধরে হিসাব করলেও প্রথম সপ্তাহেই যে পরিমাণ ডাউনলোড হয়েছে সেটিও অভূতপূর্ব ঘটনা ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত মোবাইল গেম মারিও কার্ট ট্যুর গত সপ্তাহ পর্যন্ত মোট ডাউনলোড হয়েছে নয় কোটিবার কল অব ডিউটি যা এক সপ্তাহের মধ্যেই ছাড়িয়ে গেছে

সেন্সর টাওয়ার জানায়, কল অব ডিউটির মোট ডাউনলোডের ৫৭ দশমিক শতাংশই আইওএস সংস্করণ আর ইন-অ্যাপ পারসেস থেকে প্রাপ্ত কোটি ৭৭ লাখ ডলার রাজস্বের ৫৩ শতাংশ এসেছে আইওএস সংস্করণ থেকে এর মধ্যে মোট ডাউনলোডের ১৬ দশমিক শতাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে এবং এদেশ থেকে এসেছে রাজস্বের ৪৩ দশমিক শতাংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন