লেহ শহরের সৌন্দর্য আস্বাদনে...

ইমরানুল আলম

লেহ শহরের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ৫০০ মিটার বা ১১ হাজার ৫০০ ফুটের মতো আমরা যারা সমুদ্র উপকূলবর্তী দেশ থেকে হুট করেই এমন উঁচু অঞ্চলে আসি, তখন উচ্চতার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে কিছুটা সময় লেগে যায় লেহর প্রতি আমার একটা টান কাজ করে বরাবরই বছর দুয়েক আগে যেবার এসেছিলাম, সেবারই এখানকার মানুষের আর এত বিস্তৃত এলাকার মায়ায় পড়ে গিয়েছিলাম লেহ নেমে প্রথমেই চলে গেলাম হালদুপা গেস্ট হাউজ, যেখানে আগেরবারও থেকেছিলাম এসেই গোসল করে সবাই সামান্য সময়ের জন্য ঘুম দেব ঠিক করে শুয়ে পড়লাম নাশতা সেরে কিন্তু ঘুম থেকে উঠে দেখি বিকাল হয় হয়! হায় হায়! এত লম্বা ঘুম তো দেয়ার কথা ছিল না, ঘুমানোটা ঠিকও হয়নি!

মুখে পানি দিয়ে বেরিয়ে পড়ি মল রোডের দিকে বেরিয়েই বাংলাদেশের একদল পাহাড় আর অ্যাডভেঞ্চার পাগল মানুষের সঙ্গে দেখা বিদেশের মাটিতে দেশী পরিচিত মানুষের সাক্ষাৎ পেলে কলিজা ফুলেফেঁপে ওঠে, সবার তা- হলো সন্ধ্যায় একসঙ্গে কফি খাওয়ার কথা বলে আমরা চলে গেলাম লেহ প্যালেস সুন্দর পরিপাটি আর গোছানো লেহর সঙ্গে পরিচিত হয়ে বেশ ভালো লাগল প্যালেসের ছাদ থেকে সুনীল আকাশ, বাহারি পাহাড় আর পুরো লেহ শহরটা দেখতে বেশ লাগছিল

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন