কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে লন্ডন গেলেন টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে অনুষ্ঠেয় কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট ফর ইন্টারন্যাশনাল ট্রেডের আমন্ত্রণে তিনি দুদিনের সম্মেলনে যোগ দিচ্ছেন। গতকাল থেকে শুরু হওয়া সম্মেলন শেষ হবে আজ।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা এবং ২০৩০ সালের মধ্যে এর সদস্য দেশগুলোর বাণিজ্য ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। উদ্দেশ্য সফল করতে গঠিত পাঁচটি ক্লাস্টারের মধ্যে বিজনেস টু বিজনেস কানেক্টিভিটি ক্লাস্টারে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। ক্লাস্টারের মূল ফোকাস কমনওয়েলথভুক্ত দেশগুলোর বেসরকারি খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণ করা। এর মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি জীবন মান উন্নয়নে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পথ সুগম হবে।

২০১৮ সালের এপ্রিলে যুক্তরাজ্যে কমনওয়েলথের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কমনওয়েলথ কানেক্টিভিটি এজেন্ডা (সিসিএ) গৃহীত হয়। এজেন্ডা সফল করতেই কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন