বুয়েট প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে —ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ বুয়েট প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। গতকাল ছাত্র ফেডারেশনের আয়োজনে ভারতের সঙ্গে সম্পাদিত সব অসম চুক্তি বাতিল বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশে দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, আবরার হত্যাসহ সব সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ বুয়েট প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং দায়িত্বে অবহেলাকারীদের বিচার করতে হবে। নেতারা আরো বলেন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাজার দখলসহ বহুদিন থেকে বাংলাদেশে ভারতের আধিপত্য আগ্রাসন চলে আসছে। বাংলাদেশের শাসকগোষ্ঠীর নতজানু পররাষ্ট্রনীতির কারণে তা বেড়েই চলেছে। চলতি অক্টোবরে যেসব চুক্তি, অনুচুক্তি সমঝোতার সিদ্ধান্ত হয়েছে, তাতে বাংলাদেশের জনগণের কোনো সম্মতি ছিল না।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, দপ্তর সম্পাদক এমএইচ রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ।

গোলাম মোস্তফা বলেন, দেশব্যাপী সন্ত্রাস দুর্নীতি রুখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের ধারাবাহিক নিপীড়ন-নির্যাতনের ফলে লাশের মিছিলে আরেকটি নাম যুক্ত হয়েছে মাত্র। ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সরকার সন্ত্রাসী লালন-পালন করছে। আওয়ামী লীগের মদদে ছাত্রলীগ ঘাতক তৈরির মেশিন হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন