ওয়ান ব্যাংকের এমডি হিসেবে পুনর্নিয়োগ পেলেন এম ফখরুল আলম

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন এম ফখরুল আলম। মঙ্গলবার তার এ পুনর্নিয়োগ কার্যকর হয়। ২০১৬ সালে ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়ান ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং, ট্রেজারি ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম ফখরুল আলম ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে আইএফআইসি ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেডসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সুদীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট, ট্রেজারি ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এম ফখরুল আলম দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন